ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তনুশ্রীর অভিযোগকে ‘মিথ্যা’ বললেন নানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
তনুশ্রীর অভিযোগকে ‘মিথ্যা’ বললেন নানা বিমানবন্দরে নানা পাটেকর

যৌন হেনস্তার অভিযোগে তুমুল বিতর্কের মুখে পড়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকর।

সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী দত্ত তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলে বলি পাড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে তনুশ্রীর পাশে থাকারও ঘোষণা দেন।

এ ঘটনায় তনুশ্রী দত্তকে উকিল নোটিশ পাঠালেও শুটিংয়ে ব্যস্ত থাকায় এ বিষয় এতদিন কোনও মন্তব্য পাওয়া যায়নি নানার।

তবে শনিবার (০৬ অক্টোবর) নানা পাটেকর মুম্বাই বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে যৌন হেনস্তার অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা।

নানা বলেন, ‘আমি দশ বছর আগেই বলেছিলাম, মিথ্যা তো মিথ্যাই। ’

বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পর তাকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়।     

নানা পাটেকর ভারতের রাজস্থানে ‘হাউজফুল ফোর’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিং শেষে তিনি মুম্বাইয়ের উদ্দেশ্যে রাজস্থান ত্যাগ করেন।  

কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী অভিযোগ করেন, ১০ বছর আগে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি নাচের শুটিং করতে গিয়ে নানা পাটেকর তাকে ‘যৌন হেনস্তা’ করেন। সঙ্গে কোরিওগ্রাফার গণেশ আচার্যকেও অভিযুক্ত করেছেন ‘আশিক বানায়া আপনে’খ্যাত এই অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।