ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন আসরে প্রথম দশ কোটি রুপি জিতলেন বিনীতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
নতুন আসরে প্রথম দশ কোটি রুপি জিতলেন বিনীতা অমিতাভ বচ্চনের সঙ্গে বিনীতা জৈন

শুরু হয়েছে জনপ্রিয় টিভি গেম শো ‘কোন বানেগা ক্রোড়পতি’র (কেবিসি) দশম সিজন। নতুন আসরে প্রথম ১০ কোটি রুপি জিতে নিয়েছেন আসামের গুয়াহাটির বিনীতা জৈন।

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় এই প্রতিযোগিতা থেকে তিনি শুধু কোটি রুপিই নয়, সঙ্গে একটি গাড়িও জিতে নিয়েছেন। পুরো এপিসোড সাবলীলভাবে খেলে তাক লাগিয়ে দিয়েছেন এই শিক্ষিকা।

বিনীতা বলেন, আমি ভাবতেও পারিনি যে কোটিপতি হয়ে যাবো। ‘টপ অফ দ্য ওয়ার্ল্ড’ মনে হচ্ছে নিজেকে। আর এই সমস্ত ফোন কল, সাক্ষাৎকার, সবই আমার কাছে নতুন।

১৫ বছর আগে বিনীতার স্বামীকে অপহরণ করা হলে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা তাকে আরও শক্ত হতে সাহায্য করেছে। তার দুইটি সন্তান রয়েছে। এক ছেলে দন্ত চিকিৎসায় স্নাতকোত্তর করেছেন। প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অর্থ হাসপাতাল নির্মাণে ব্যয় করবেন বলে জানান বিনীতা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।