ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার যৌন হয়রানির অভিযোগ তুললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
এবার যৌন হয়রানির অভিযোগ তুললেন কঙ্গনা কঙ্গনা রানাউত

কয়েকদিন আগে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার যৌন হেনস্তা নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত। অভিযোগের আঙুল তারই একটি হিট ছবির পরিচালক বিকাশ বহেলের দিকে।

২০১৪ সালে কঙ্গনার ‘কুইন’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশছোঁয়া সাফল্য পায় সিনেমাটি।

আর সেই সিনেমারই পরিচালক বিকাশ বহেল। কঙ্গনার অভিযোগ তারই বিরুদ্ধে।

সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেন, ‘কুইন’ সিনেমাটি তৈরির সময়েই বিকাশ বিয়ে করেন। বিকাশের সঙ্গে আমার দেখা হতো। তিনি তখন আমাকে চেপে জড়িয়ে ধরতেন। আর আমার চুলের গন্ধ শুখতে শুরু করতেন বিকাশ। তিনি আমার ঘাড়ে মুখ গুজে বলতেন, তোমার শরীরের গন্ধটা আমার খুবই পছন্দের। তখন আমি বলতাম কী উল্টোপাল্টা বকছেন?

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
এএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।