ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্বের সঙ্গে গানের মডেল রাইমা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
অপূর্বের সঙ্গে গানের মডেল রাইমা সেন অপূর্ব, রাইমা ও ধ্রুব

নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। তার নতুন গান ‘তোমার উঁকি ঝুঁকি’র মডেল হয়েছেন ভারতের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী অভিনেত্রী রাইমা সেন  ও বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। থাকছেন ধ্রুব নিজেও।

তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন। সঙ্গীতায়োজনে করেছেন তরিক আল ইসলাম।

 

কলকাতার নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।  

এ প্রসঙ্গে ধ্রুব বলেন, গান এবং ভিডিও শুধু দর্শক-শ্রোতাদের নাচানোর জন্য নয়, ভাবানোর জন্যও। এবারের ভিডিওতে অপূর্ব ও রাইমা সেন যুক্ত হয়েছেন। যা আমার ভক্ত শ্রোতাদের জন্য একটি দারুণ খবর বলে আমি মনে করি। আশা করছি আমার  গানটিও শ্রোতারা গ্রহণ করবেন।  

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।