ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সরাসরি গান শোনাবেন তপু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সরাসরি গান শোনাবেন তপু তপু ও তার ব্যান্ড দল ‘যাত্রী’র সদস্যরা

টিভি পর্দায় সরাসরি ভক্ত ও শ্রোতাদের গান শোনাবেন সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু ও তার ব্যান্ড দল ‘যাত্রী’।

বুধবার (১০ অক্টোবর) বাংলাভিশন ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ অতিথি হিসেবে উপস্থিত হবেন তারা। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

গানের পাশাপাশি তপু তার নিজের ব্যক্তিগত জীবন ও সঙ্গীত জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘মিউজিক ক্লাব’র এই পর্বটি সম্প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।