ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাওনের ‘মন ভালো নেই’তে প্রিয়ম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
শাওনের ‘মন ভালো নেই’তে প্রিয়ম শাওনের ‘মন ভালো নেই’তে প্রিয়ম

‘এক মেঘলা দিনে স্বপ্ন দিলাম জড়িয়ে মেঘের ডানায়/আর দমকা হওয়ায় ভাসিয়ে দিলাম সেই চিঠি তোর জানালায়’-এমন কথার গানটি লিখেছেন সেতু চৌধুরী। তারই সুর-সঙ্গীতে কণ্ঠ মিলেছেন শাওন গানওয়ালা।

‘মন ভালো নেই’ শিরোনামের গানটির ভিডিওতে শাওনের বিপরীতে মডেল হয়েছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। পুরো ভিডিওর শুটিং হয়েছে মেঘ আর পাহাড়ের কোল ঘেঁষে।

নির্মাণ করেছেন যৌথভাবে একে পরাগ ও ভাস্কর জনি।

গানটির ভিডিও সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সোমবার (৮ অক্টোবর)। অন্তর্জালে গানটি ভালো সাড়া পাচ্ছে।

এ প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, অনেক প্রিয় একটা গান। কৃতজ্ঞতা গানটির ক্রিয়েটর সেতু ভাইয়ের প্রতি। ভিডিওটি করার পর গানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেখে মুগ্ধ হলাম। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি।

প্রিয়ম বলেন, আমি মূলত নাটক ও বিজ্ঞাপনে কাজ করি। প্রথম কোনো মিউজিক ভিডিওর মডেল হলাম। গানটি অসাধারণ তাই ভিডিওতে কাজ করে অন্য রমক একটা তৃপ্তি পেয়েছি। প্রকাশের পর সবাই প্রশংসা করছেন। বেশ ভালো লাগছে।  

**‘মন ভালো নেই’ গানটির ভিডিও:বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।