ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুক্রবার ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
শুক্রবার ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’ এফ.এস. নাঈম ও নাবিলা ইসলাম

শান্তা, আরমান ও রুপা তিনজন পেশায় সাংবাদিক। ক্রীড়া সাংবাদিক হিসেবে নেপালে যান সাফ গেমসের সংবাদ সংগ্রহ করতে।

হঠাৎ শান্তা কোন এক মার্কেটে রঞ্জন নামের বিখ্যাত এক বাংলাদেশী অভিনেতাকে দেখতে পান। কিন্তু রঞ্জন এখন আর অভিনয় করেন না প্রায় ২ বছর, অনেকটা আত্মগোপন করে আছেন।

শান্তা তার কাছে জানতে চায় কেন তিনি এতদিন অভিনয় থেকে দূরে রয়েছে? কেন সে নেপালে পরে আছেন? কিন্তু কোন ভাবেই রঞ্জন যে অভিনেতা রঞ্জন সেটা স্বীকার করেন না। একদিন শান্তা রঞ্জনের পিছু নিয়ে তার নেপালের বাসায় গিয়ে হাজির হয়।

এভাবেই এগিয়ে চলে বিশেষ নাটক ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’। মাসুম শাহরীয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন এফ.এস. নাঈম, আজমেরী আশা, মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, আসিফ নজরুল প্রমুখ।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ টায় আরটিভিতে ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’ নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।