ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকাইয়া মাইয়া কনা, কলকাতার বাবু আকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ঢাকাইয়া মাইয়া কনা, কলকাতার বাবু আকাশ কনা ও আকাশ

বাংলাদেশের সঙ্গীতশিল্পী কনার সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ মিলিয়েছেন ভারতের কলকাতার গায়ক আকাশ সেন।

সম্প্রতি ‘ঢাকাইয়া মাইয়া কলকাতার বাবু’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে গানটি প্রকাশ পাচ্ছে।

নাজির মাহমুদের কথা ও সুরে এবারের গানটিতে রয়েছে বিষয় ও ভাষার ভিন্নতা। এর ভিডিওর মডেল হয়েছেন সামিয়া হক।

গানটি পুরান ঢাকার ভাষায় গেয়েছেন কনা আর কলকাতার ভাষায় গেয়েছেন আকাশ সেন। জেডএস এন্টারটেইনমেন্টের ব্যানারে ভিডিও নির্মাণ করেছেন শাহীন খান।

গান প্রসঙ্গে কনা বলেন, পুরান ঢাকার ভাষায় প্রথমবারের মতো গান গেয়ে ভীষণ মজা পেলাম। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।

আকাশ বলেন, বাংলাদেশে ইতিপূর্বে বেশকিছু গান গেয়েছি আমি। তবে এবারের গানটির কথা, সুর, সংগীত ও ভিডিওর আয়োজন খুব ভালো লেগেছে। কলকাতা এবং পুরান ঢাকার ভাষার দারুণ একটি গান বানিয়েছেন নাজির মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।