ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালাইকাকে বিয়ে করছেন অর্জুন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
মালাইকাকে বিয়ে করছেন অর্জুন! অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিচ্ছেদ হয়েছে ২০১৬ সালে।

দু’জনই এখন নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। সম্প্রতি শোনা যায়, প্রেমিকা জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরবাজ।

আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন তারা।

এদিকে আরবাজের বিয়ের খবর সামনে আসতে না আসতেই মালাইকার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। ১০ বছরের বড় মালাইকাকে নাকি বিয়ে করতে যাচ্ছেন বনি কাপুরপুত্র অভিনেতা অর্জুন কাপুর! এই অর্জুনের সঙ্গে বন্ধুত্বের কারণে আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্কে ফাটল ধরেছিলো।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অর্জুন কাপুর নাকি শিগগিরই মালাইকার সঙ্গে তার সম্পর্ককে ‘অফিসিয়াল’ করতে যাচ্ছেন।

যদিও এই বিষয় এখনো মুখ খোলেননি মালাইকা-অর্জুন।

এদিকে কিছুদিন আগে ডিজাইনার কুণাল রাওয়ালের একটি শোতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর এবং মালাইকা অরোরাকে। এরপর জুহুর একটি রেস্তোরাঁতেও একসঙ্গে দেখা মেলে দু’জনের। এরপরই নতুন করে তাদের নিয়ে গুঞ্জন শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।