ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় অপূর্ব-নাদিয়ার ‘নাটকীয় উপসংহার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
দুর্গাপূজায় অপূর্ব-নাদিয়ার ‘নাটকীয় উপসংহার’ অপূর্ব ও নাদিয়া

নব দম্পতির সংসারের টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘নাটকীয় উপসংহার’। দুর্গাপূজা উপলক্ষে রিফাত আদনান পাপনের গল্পে এটি পরিচালনা করেছেন নাজমুল রনি।

নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, সালহা খানম নাদিয়া, আফজাল কবির, ইশা, তন্নী, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

গল্পে দেখা যাবে, বিয়ের কিছুদিন পার হতে না হতেই নাবিলাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন তূর্য।

নাবিলা খুব সুন্দর একটা মেয়ে। কিন্তু তূর্য মনে করেন, ঘরে সুন্দরী বউ থাকা নাকি অভিশাপ। একারণে নাবিলা শিক্ষিত হওয়ার পরেও তাকে চাকরি করতে দেন না তিনি।

নাবিলাকে সন্দেহ করতে শুরু করেন তূর্য। এরপর তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়।

নির্মাতা জানান, ১৮ অক্টোবর রাত ১০টায় এশিয়ান টিভিতে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।