ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহতাজের ‘সাব-সাবলেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
শাহতাজের ‘সাব-সাবলেট’ শাহতাজ মুনিরা হাশেম

এক তরুণের সাবলেট বাসা ভাড়া নেওয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে হাস্যরসাত্মক ওয়েব সিরিজ 'সাব-সাবলেট'।

সাকিব রায়হানের পরিচালনায় নাটকটির এই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শাহতাজ মুনিরা হাশেম। আরও রয়েছেন নিলয় আলমগীর, মারজুক রাসেল, রিফাত জাহান, শাহেদ শাহরিয়ার, শিল্পী সরকার অপু, কাজী উজ্জ্বল, শামীম আহমেদ, সোহান বাবু প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক সাকিব বলেন, কোনো রকম ভাঁড়ামো ছাড়াই একটি হাস্যরসাত্মক ওয়েব সিরিজ তৈরি করেছি আমরা। যেটি সবাই মিলে একসঙ্গে উপভোগ করা যাবে। হাসি-ঠাট্টার মধ্য দিয়ে জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, আমাদের গল্পটি দর্শক-হৃদয় ছুঁয়ে যাবে।

বাংলাঢোলের প্রযোজনায় ‘সাব-সাবলেট’র সিরিজগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম এয়ারটেলস্ক্রিনে ১৫ অক্টোবর থেকে উপভোগ করা যাবে।

**'সাব-সাবলেট'র ট্রেলারবাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।