ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ব্যাটম্যান তৈমুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
ব্যাটম্যান তৈমুর! তৈমুর আলি খান

কয়েক মাস পরই তৈমুর আলি খানের বয়স দুই বছর পূর্ণ হবে। তবে এই অল্প বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে তারকা বনে গেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির একমাত্র পুত্র।

ইনস্ট্রাগ্রামে প্রকাশিত নতুন একটি স্থিরচিত্রের মাধ্যমে তৈমুর ভক্তদের অনেক ভালোবাসা পাচ্ছেন। যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ব্যাটম্যানের মতো পোশাক পরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন ছোট ‘নবাব’।

ব্যাটম্যানের মতোই পেছনে কাপড় ঝুলিয়ে হেঁটেছে সে।

সম্প্রতি পাপারাজ্জির ক্যামেরায় এমনভাবে ধরা দিয়েছেন কিউট ব্যাটম্যান তৈমুর।

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান ২০১২ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ডিসেম্বরে তৈমুরের জন্ম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নানা সময়ের স্থিরচিত্র প্রকাশ পেতে থাকলে সবার নজর কাড়ে সে। নানা সময় তৈমুরের স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।