ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমন-আইরিনের ‘আকাশ মহল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইমন-আইরিনের ‘আকাশ মহল’ ইমন ও আইরিন

প্রথম বারের মতো জুটিবদ্ধ হয়েছেন সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা ও মামনুন হাসান ইমন। দেলায়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমাটির নাম ‘আকাশ মহল’।

রোববার (১৪ অক্টোবর) থেকে এফডিসিতে ‘আকাশ মহল’র শুটিং শুরু হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে ইমন বলেন, আমার বিশ্বাস ‘আকাশ মহল’ সিনেমাটি খুব ভালো হবে।

আইরিন বলেন, ইমপ্রেস টেলিফিল্ম এবং দেলোয়ার জাহান ঝন্টু ফিল্ম জগতে স্বনামধন্য। আমি এ সিনেমায় কাঠুরিয়ার মেয়ের চরিত্রে অভিনয় করছি। যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে। প্রথম তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। মনে হচ্ছে ‘আকাশ মহল’ দর্শকদের উপভোগ করার মতো অনেক কিছুই থাকবে।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ড্যানি সিডাক। এফডিসির শুটিং শেষে গাজীপুর ও কক্সবাজারে শুটিং হবে। চলতি বছরের শেষ দিকে ‘আকাশ মহল’ মুক্তির পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।