ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দেবী’র সহযোগিতায় রিভাইভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
‘দেবী’র সহযোগিতায় রিভাইভ 'দেবী'র পোস্টার

বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দেবী’ মুক্তির আর মাত্র দুইদিন বাকি। শুক্রবার (১৯ অক্টোবর) সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির সার্বিক সহযোগিতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অন্যতম ব্র্যান্ড রিভাইভ।

মুক্তির আগেই ‘দেবী’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। কারণ হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলী এই প্রথম বড় পর্দায় হাজির হচ্ছে।

মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া রানু চরিত্রে জয়া আহসান ও নীলু হয়েছেন অভিনেত্রী রয়েছেন শবনম ফারিয়া। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ ও ইরেশ যাকের।

‘দেবী’র মুক্তি উপলক্ষে রিভাইভ-এর ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে এই জনপ্রিয় ব্র্যান্ডটি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।