ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি কষ্ট পেতে ভালোবাসি...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
আমি কষ্ট পেতে ভালোবাসি... প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এক ভক্ত/ ছবি: রাজীন চৌধুরী

যিনি কষ্ট পেতে ভালোবাসেন তিনি নিজেই কিনা সবাইকে কষ্ট দিয়ে বিদায় নিলেন সুখের পৃথিবী থেকে। হাজার ভক্ত-অনুরাগীদের কান্নার জলে ভাসিয়ে উড়াল দিলেন আকাশে। এখন শুধু তারা ভরা রাতে আকাশের তারা হয়েই জ্বলবেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে অকালেই চলে গেলেন সবার প্রিয় এবি।

শুক্রবার (১৯ অক্টোবর) প্রিয় শিল্পীর জানাজায় মানুষের ঢল নামে।

লাখও মানুষ দরজার ওপাশে চলে যাওয়া সুরের জাদুকরকে শেষ বিদায় জানাতে হাজির হন জাতীয় ঈদগাহে। সেখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

শিল্পী, নাট্যকার, রাজনীতিবিদ, আইনজীবীসহ দূর-দূরান্ত থেকে ছুটে আসা লাখও ভক্ত অংশ নেন জানাজায়।

প্রত্যেকে ছিলেন শোকে মুহ্যমান। শেষবারের মতো চলে যাওয়া মানুষটাকে শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন সবাই।

জনপ্রিয় এই গায়ককে শ্রদ্ধা জানাতে অনেকে তার জনপ্রিয় গানের কথা লেখা প্ল্যাকার্ড হাতে হাজির হন জাতীয় ঈদগাহে মাঠে। দু’হাত উঁচিয়ে শেষবার প্রিয় গায়কের প্রতি ভালোবাসা জানান তারা। হয়তো বাচ্চু দেখছেন আর বলছেন, বুকের সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই...

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।