ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জোভান এবার ‘নবাব’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
জোভান এবার ‘নবাব’! জোভান ও নাদিয়া

উচ্চ শিক্ষা গ্রহণ করে নবাব নিজ গ্রামের বেকার যুবকদের নিয়ে একটি ব্যবসা শুরু করেন। টাকার বিনিময় তারা মটর সাইকেল দিয়ে মানুষদের আনা-নেওয়ার কাজ করেন।

অবহেলিত সেই গ্রামের একটি সরকারী হাসপাতালে যোগদান করতে আসেন নাবিলা। ঘটনাক্রমে তিনি নবাবের মটর সাইকেলেরই যাত্রী হন।

এদিকে মটর সাইকেল ড্রাইভার নবাব একটি কলেজে শিক্ষকতাও করেন। কিন্তু তারা দু’জন দুজনের পরিচয় জানেন না।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘স্মার্ট নবাব’। তরুণ নাট্যকার মাসুদ রানা মাসুমের পরিচালনায় নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু। এতে নবাব চরিত্রে ফারহান আহমেদ জোভান ও নাবিলা চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া। আরও রয়েছেন প্রিয়া ছেত্রী, তূর্য নাসির, সুদীপ দাস প্রমুখ।

শনিবার (২০ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে ‘স্মার্ট নবাব’ প্রচার হবে,

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।