ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন বিজ্ঞাপনে তানহা তাসনিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
নতুন বিজ্ঞাপনে তানহা তাসনিয়া চিত্রনায়িকা তানহা তাসনিয়া

নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তবে এখনই সিনেমাটির নাম বলতে চাইছেন না এই অভিনেত্রী।

রোববার (২১ অক্টোবর) তানহা বাংলানিউজকে বলেন, সবকিছুই চূড়ান্ত, কিন্তু এখনই সিনেমাটির নাম ও অন্যান্য বিষয় জানাতে চাইছি না। তবে আগামী মাসে সবাইকে বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি।

এদিকে সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ‘ভোলা তো যায় না তারে’ খ্যাত এই অভিনেত্রী। গত শনিবার (২০ অক্টোবর) সাভারে শাহেদ রায়হানের নির্দেশনায় একটি কোম্পানির গুঁড়া মশলার বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তানহা বলেন, বিজ্ঞাপনে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কারণ টিভিতে বারবার প্রচার হয় ও দর্শকদের কাছে দ্রুত যাওয়া যায়। নতুন বিজ্ঞাপনে কাজ করে বেশ ভালো লেগেছে। খুব শিগগিরই এটি প্রচারে আসবে।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ হচ্ছে তানহা তাসনিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে তার নায়ক ছিলেন আরিফিন শুভ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
জেআইএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।