ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মুঘল’ সিনেমায় ফিরছেন আমির খান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
‘মুঘল’ সিনেমায় ফিরছেন আমির খান? আমির খান

‘মিটু’ ক্যাম্পেইনে যৌন হেনস্তাকারী হিসেবে বলিউডের বহু নামী তারকাদের নাম জড়িয়েছে। এদের একজন প্রখ্যাত পরিচালক সুভাষ কাপুর। ‘জোলি এলএলবি’ সিনেমা নির্মাণ করে তিনি প্রশংসিত হয়েছেন।

তার বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী গীতা ত্যাগী।    

এদিকে সুভাষ কাপুর পরিচালিত ‘মুঘল’ সিনেমায় অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার আমির খানের।

কিন্তু এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠার পর সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন আলোড়ন সৃষ্টি করেছেন মি. পারফেক্টশনিস্ট।

তবে এবার জানা গেলো নতুন খবর। ‘মুঘল’ সিনেমায় আবারও নাকি ফিরছেন আমির।

সূত্র বলছে, ‘মুঘল’-এ কাজ করার জন্য ভূষণ ও আমিরের একাধিকবার মিটিং হয়েছে। তারা নতুন পরিচালক খুঁজছেন। পাশাপাশি তারা সিনেমাটির বাকি অভিনয়শিল্পীও খুব দ্রুত চূড়ান্ত করতে চাইছেন।

এদিকে সুভাষ আত্মপক্ষ সমর্থন করে জানান, আমি আমির খান ও কিরণ রাওর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতু আমার বিষয়টি বিচারাধীন, তাই আমি আদালতের মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণ করব।

২০১৪ সালের এপ্রিলে ত্যাগী মুম্বাইয়ের বারসোবা থানায় সুভাষের বিরুদ্ধে মামলা করেছিলেন। তখন সুভাষ কাপুরকে পুলিশ ধরে নিয়ে গেলে ১০ হাজার রুপি মুচলেকা দিয়ে তিনি জামিন নেন।

বাংলাদেশে সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।