ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মাতাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
২৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘মাতাল’ সাইমন সাদিক ও অধরা খান

অবশেষে সকল জটিলতা কাটিয়ে মুক্তি পেতে যাচ্ছেন শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’। এর আগে গত ১২ অক্টোবর মুক্তির পাওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়।

এ প্রসঙ্গে পরিচালক শাহীন সুমন মঙ্গলবার (২৩ অক্টোবর) বাংলানিউজকে বলেন, ২৬ তারিখ মুক্তির তারিখ নির্ধারণ করেছি। সবকিছু ঠিক থাকলে প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে ‘মাতল’ মুক্তি দেবো।


   
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত চিত্রনায়িকা অধরা খান। এছাড়া আরও অভিনয় করেছেন শিপন, অরিন, মিশা সওদাগর, জয়রাজসহ অনেকে।

শরীফ চৌধুরীর প্রযোজনায় সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহীন সুমন নিজেই।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।