ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চু স্মরণে ‘মিউজিক স্টেশন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
আইয়ুব বাচ্চু স্মরণে ‘মিউজিক স্টেশন’ আইয়ুব বাচ্চু

অসংখ্য ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে বিদায় নিয়েছেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু।

তাকে স্মরণ করে টিভি পর্দায় সরাসরি গান করবেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী।

আরটিভির লাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’র একটি বিশেষ পর্বে ‘এবি’ স্মরণে গান গাইবেন ‘মাইলস’ ব্যান্ডের শাফিন আহমেদ, ‘সোলস’র নাসিম আলী খান, ‘অবসকিওর’র সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, মেহরীন, সম্রাট ও আলম আরা মিনু।

বিশেষ পর্বের আয়োজনে উপস্থিত থাকবেন গীতিকার কবির বকুল, সঙ্গীতশিল্পী আসিফ ইকবাল ও সুরকার লতিফুল ইসলাম শিবলী।

শাহ্ আমীর খসরুর প্রযোজনায় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠানটি রাত ১১টা ২০মিনিটে আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।