ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ পেলো ইমরান-দর্শনার ‘মেঘের ডানা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
প্রকাশ পেলো ইমরান-দর্শনার ‘মেঘের ডানা’ ইমরান ও দর্শনা

ভারতীয় মডেল ও অভিনেত্রী দর্শনা বনিক প্রথমবার সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদের গানের মডেল হয়েছেন। ‘মেঘের ডানায়’ শিরোনামের গানটি বুধবার (২৩ অক্টোবর) রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে।

সৈয়দ নাফিসের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছে এলএমজি বিটসের সৈয়দ নাফিজ ও শুভ্র রাহা। ইমরানের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী।

ভিডিও পরিচালনায় ছিলেন সুশাভান দাস। পুরো গানের দৃশ্য ধারণ হয়েছে কলকাতার সমুদ্র ঘেঁষা লোকেশনে। প্রকাশের পর পর গান-ভিডিও প্রশংসা পাচ্ছে।

গানটি নিয়ে ইমরান বলেন, শ্রোতা এবং দর্শক এই গানে সতেজ অনুভূতির ছোঁয়া পাবেন। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোন গানে মডেল হলেন তিনি।

এর আগে ১৮ অক্টোবর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশ পাওয়ার কথা ছিলো। কিন্তু কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে, তাকে সম্মান জানিয়ে গানটির পাঁচদিন পর প্রকাশ করা হলো।

**'মেঘের ডানা'বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।