ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৭ ডিসেম্বর সাইফকন্যার অভিষেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
৭ ডিসেম্বর সাইফকন্যার অভিষেক ‘কেদারনাথ’ ছবির দশ্যে সারা আলি খান

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্যে দিয়ে আগামী ৭ ডিসেম্বর বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। এতে তার বিপরীতে থাকছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে মুক্তির তারিখ জানানো হয়েছে।

 ‘কেদারনাথ’ সিনেমার পোস্টার পরিচয় করিয়ে দেওয়া হয়েছে সিনেমার চরিত্রগুলোর সঙ্গে। সুশান্ত এতে পিথু চরিত্রে অভিনয় করেছেন। যার কাজ হচ্ছে মালামাল ও তীর্থযাত্রীদের বহন করা। আর সারা আলি খানকে দেখা যাবে একজন পর্যটকের চরিত্রে। পোস্টারে দেখা যাচ্ছে সুশান্ত সারাকে পিঠে বহন করেছেন।

এর আগে 'কেদারনাথ' ২০১৯ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা ছিল। আর রোহিত শেঠির ‘সিম্বা’ সিনেমার মধ্য দিয়ে সারার বলিউডে পা রাখার কথা ছিল। কিন্তু সবকিছু ঠিক থাকলে এখন ‘কেদারনাথ’ হতে যাচ্ছে নবাগত এই অভিনেত্রীর প্রথম সিনেমা।

২০১৩ সালের ভারতের উত্তরাখণ্ডের বন্যার সময়ের একটি প্রেম কাহিনীর প্রেক্ষাপট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। এর ট্যাগ লাইন ‘ভালোবাসা একটি তীর্থযাত্রা’। বাবা সাইফ আলি খানের সঙ্গে সারা আলি খানসারা বর্তমানে ‘সিম্বা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং। খুব শিগগিরই তার দ্বিতীয় এই সিনেমাটিও মুক্তি পাবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।