ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কুমার বিশ্বজিতের নতুন গান ‘বলতে পারিনি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
কুমার বিশ্বজিতের নতুন গান ‘বলতে পারিনি’  কুমার বিশ্বজিৎ

প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের নতুন একটি গান প্রকাশ পেয়েছে। ‘আমি বলতে তোমায় পারিনি/ কী যে কষ্ট একাকী/ সারাটি জীবন পাড়ি দেওয়া/ নিজেকে দিয়ে ফাঁকি’- এমন কথায় গানটি লিখেছেন তরুণ মুন্সী। সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি।

সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। এতে মডেল হয়েছেন লাক্স সুন্দরী মীম মানতাসা ও ফারহান খান রিও।

ভিডিওতে কুমার বিশ্বজিৎকেও দেখা যাবে। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ‘বলতে পারিনি’ গানটি বাংলাঢোলের ব্যানারে প্রকাশ পেয়েছে।

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, আমরা যত্ন নিয়ে মানসম্পন্ন একটি গান ও তার উপযুক্ত ভিডিও তৈরি করেছি। আশা করি দর্শক-শ্রোতার ভালো লাগবে।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।