ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদেও জায়গা আছে শাহরুখ খানের!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
চাঁদেও জায়গা আছে শাহরুখ খানের! শাহরুখ খান

বলিউডকে যদি ‘সাম্রাজ্য’ ধরা হয় তাহলে সেখানকার ‘বাদশা’ শাহরুখ খান বলাই যায়। গত তিন দশক ধরে বড় পর্দায় দাপটের সঙ্গে রাজত্ব করছেন তিনি।

উপহার দিয়েছেন ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘করণ অর্জুন’, ‘কয়লা’, ‘বাদশা’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা।

প্রিয় এই তারকার সব খবরই ভক্তরা রাখেন।

তবুও কিছু বিষয় থাকে যা হয়তো অনেকেরই অজানা থেকে যায়। যেমন পশ্চিমবঙ্গের একটি পত্রিকা বলছে চাঁদের মাটিতে নাকি শাহরুখের নামে জমিও রয়েছে। শাহরুখের এমন কিছু তথ্য পাঠকদের জন্য-

* যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শাহরুখের এক বড় ভক্ত রয়েছেন। যিনি শাহরুখ যা-ই করেন না কেন, প্রায় সব কিছুরই একটি মূর্তি বানান। পোস্টও করেন টুইটারে। যেমন ‘জিরো’ সিনেমার পোস্টারের প্রতিরূপ বানিয়ে ফেলেছেন ওই ভক্ত।

* ১৯৯৮ সালে একটি অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান শাহরুখ। কিন্তু তিনি মঞ্চে ডেকে নেন আরেক সুপারস্টার সালমান খানকে। তখন শাহরুখ বলেন, এই পুরস্কার সালমানের প্রাপ্য তিনি আমার চেয়েও ভাল অভিনেতা। সালমান খানের সঙ্গে শাহরুখ খান* শাহরুখের ৫৫৫ নম্বর নিয়ে এক ধরনের পাগলামি রয়েছে। সব গাড়ির নম্বর, ফোন নম্বর, এমনকি তার নিরাপত্তারক্ষীদের অনেকের ফোন নম্বরেও ৫৫৫ রয়েছে।

* শাহরুখ তার অভিনয় দক্ষতার জন্য বিশ্বের সব সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন। এছাড়া মালয়েশিয়া থেকে পেয়েছেন নাইটহুড সম্মাননা।

* হলিউড সুপারস্টার টম ক্রুজ ও জনি ডেপের থেকেও বেশি ধনী নাকি শাহরুখ খান।

* শামাক দাভারের ট্রুপ থেকে শাহিদ কপুরকে বেছে নিয়েছিলেন ‘কিং খান’। সুযোগ দেন অভিনয়ে।

* ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র চিত্রনাট্য না পড়েই অভিনয় করেছেন শাহরুখ খান! আদিত্য চোপড়ার ছবির প্রতি ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।
* শাহরুখ খানের প্রতি জন্মদিনে তার এক অস্ট্রেলীয় ভক্ত লুনার রিপাবলিক সোসাইটির কাছ থেকে তার জন্য চাঁদের মাটিতে এক টুকরো জমি কিনে রাখেন। চাঁদের ‘দ্য সি অব ট্রাঙ্কুইলিটি’-ই নাকি সবচেয়ে পশ এলাকা হতে পারে পরবর্তীতে। আর সেখানেই জমি রয়েছে শাহরুখের।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।