ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘২.০’র ট্রেলারে দুর্দান্ত অক্ষয়-রজনীকান্ত (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
‘২.০’র ট্রেলারে দুর্দান্ত অক্ষয়-রজনীকান্ত (ভিডিও) ট্রেলারে দুর্দান্ত অক্ষয়-রজনীকান্ত

গত সেপ্টেম্বরে আলোচিত সিনেমার ‘২.০’র টিজার প্রকাশ পায়। তখন ‘নিম্নমান’র ভিএফএক্সের (ভিজুয়াল ইফেক্ট) কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি ব্যাপক সমালোচিত হয়।

এবার শনিবার (৩ নভেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। দুই মিনিটের ট্রেলারটিতে রজনীকান্ত ও অক্ষয়ের দুর্দান্ত পারফরমেন্স ও চোখ ধাঁধানো ভিএফএক্সের কাজ দেখা গেছে।

এছাড়া রোবট রূপে হাজির হয়ে অ্যামি জ্যাকসন সকলকে চমকে দিয়েছেন।

‘রোবট’র দ্বিতীয় কিস্তি ‘২.০’। শঙ্কর পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে লাইকা প্রোডাকশন ও পরিবেশনার দায়িত্বে আছেন করণ জোহর ও হিন্দি বেল্ট। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পৃথিবীর প্রায় ১০০টি স্টুডিওতে ‘২.০’র ভিএফএক্সের কাজ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০০ কোটি রুপি।

‘২.০’তে রজনীকান্তের পাশাপাশি অক্ষয় কুমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমার মধ্য দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে ‘খিলাড়ি’খ্যাত অভিনেতার অভিষেক ঘটছে।

এছাড়া প্রথমবার রজনীকান্তের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন অক্ষয় কুমার। সিনেমাটি একইসঙ্গে তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

**'২.০'র ট্রেলারবাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।