ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ক্লাবে ‘বাধাই হো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
১০০ কোটির ক্লাবে ‘বাধাই হো’ ‘বাধাই হো’র পোস্টার

সমাজের কিছু সূক্ষ্ম বিষয় তুলে ধরা ও প্রত্যেকের ভালো অভিনয়ের জন্য দর্শক মহলে প্রশংসিত হয়েছে ‘বাধাই হো’। রবীন্দ্রনাথ শর্মা পরিচালিত সিনেমাটি গত ১৮ অক্টোবর মুক্তি পেয়েছে।

প্রেক্ষাগৃহে সিনেমাটি দাপটের সঙ্গে ব্যবসা করছে। মুক্তির তিন সপ্তাহ পার হতেই সিনেমাটি আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ১০ লাখ রুপিতে।

এরমধ্য দিয়ে ‘বাধাই হো’ প্রবেশ করেছেন ১০০ কোটির ক্লাবে। বক্স অফিসে নিয়মিত ভালো ব্যবসা করছে এটি।  

ট্রেলার দিয়েই সিনেমাটি আলোচনায় এসেছিল। এর গল্পে, আয়ুষ্মান খুরানার একজন যুবক। কিন্তু তিনি তার মধ্যবয়স্ক বাবা ও মায়ের দাম্পত্য জীবন নিয়ে বিরক্ত। কেননা এই বয়সে এসেও তার মা গর্ভবতী হয়ে পড়েন৷

সিনেমাটিতে আয়ুষ্মানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্ত। আরও রয়েছে গাজরাজ রাও, সানয়া মালহোত্রা ও সুলেখা শিকারি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।