ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকা মাতাতে আসছেন শংকর-এহসান-লয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
ঢাকা মাতাতে আসছেন শংকর-এহসান-লয় শংকর-এহসান-লয়

সুরের মূর্ছনায় শ্রোতা মাতাতে বাংলাদেশে আসছেন বলিউডের জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী শংকর মহাদেবন, এহসান নুরানী ও লয় মেন্দোনসা। তাদের ব্যান্ড দল শংকর-এহসান-লয় পারফর্ম করবে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে।

ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘দিওয়ালি কনসার্ট ২০১৮’-এ গান করবেন তারা। আগামী ১৬ নভেম্বর রাত ৮টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনসার্টটি অনুষ্ঠিত হবে।

কনসার্টের টিকেটের মূল্য ১ ও ২ হাজার টাকা। টিকেট পাওয়া যাবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও গুলশানের খাজানা রেস্টুরেন্টে। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

বলিউডের অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শংকর-এহসান-লয়। ২০১১ সালে ঢাকায় আয়োজিত বিশ্বকাপ ক্রিকেটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তারা পারফর্ম করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।