ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১৫ নভেম্বর শিল্পকলায় ‘কল্প নগর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
১৫ নভেম্বর শিল্পকলায় ‘কল্প নগর’ ‘কল্প নগর’

ঢাকা মঞ্চের ২০তম প্রযোজনা ‘কল্প নগর’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। একেএম আহসান কবীর রচিত ও নির্দেশিত নাটকটি আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দেখা যাবে।

নির্মাতা বলেন, সঙ্গতি ও অসঙ্গতির দোলাচলে আমাদের অন্তর সত্তা ও বর্হিসত্তা সৃষ্টিলগ্ন থেকেই কাজ করছে। আমাদের চারপাশে মানব সৃষ্ট ঘটনা আর মানব মনের চিন্তা-চেতনা বিশ্লেষণ করলেই এর প্রমাণ মেলে।

মনে মনে আমরা যতই ন্যায়-নীতি আর সত্যের জাল বুনি না কেন, স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের বেশির ভাগের পক্ষেই সত্য প্রতিষ্ঠা সম্ভব হয় না। আমাদের অন্তহীন যাত্রায় সুন্দর-অসুন্দর, আলো-আধারপূর্ণ এমনি কিছু খণ্ড ঘটনা নিয়ে ‘কল্প নগর’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-উদয়ন বিকাশ বড়ুয়া, জাহিদ হোসেন লিটন, আহসান কবীর, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, মোঃ জাহাঙ্গীর কবির, মাসুদ হোসেন, জহিরুল ইসলাম সেতু, আমিমুল এহসান তুষার, এনামুল হক, শহিদুল ইসলাম সোহেল ও হিমেল।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।