ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইসমাইল-ঊর্মিলা জুটির ‘সম্রাট দ্যা গ্রেট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
ইসমাইল-ঊর্মিলা জুটির ‘সম্রাট দ্যা গ্রেট’ খন্দকার ইসমাইল ও ঊর্মিলা শ্রাবন্তী কর

বিরতি ভেঙে উপস্থাপক খন্দকার ইসমাইল এখন নিয়মিত অভিনয়ে করছেন। কিছুদিন আগে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করের সঙ্গে ‘সেই চোখ’ নাটকে জুটি বাঁধেন তিনি।

আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ‘সম্রাট দ্য গ্রেট’ নামের একটি টেলিছবিটিতে সম্রাট চরিত্রে অভিনয় করেছেন ইসমাইল, তার বিপরীতে রয়েছেন ঊর্মিলা।

নাটকটির গল্প নিয়ে খন্দকার ইসমাইল বলেন, এতে আমি সমাজের একজন প্রতিবাদী পুরুষের চরিত্রে অভিনয় করেছি। সমাজের নানা রকম অনিয়ম-অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করি। একটা সময় অপরাধ জগতের মানুষ আমাকে হত্যার পরিকল্পনা করে। তারপর গল্প অন্য দিকে মোড় নেয়।

জাকির হোসেন উজ্জলের রচনায় অভিনয়ের পাশাপাশি নাটকটি পরিচালনাও খন্দকার ইসমাইল নিজেই করেছেন।

১৯৯৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’  শিরোনামের একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে উপস্থাপনায় ব্যস্ত হয়ে পড়েন তিনি।

চলতি বছর ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে বিশ বছর পর অভিনয়ে ফেরেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।