ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দীপিকা-রণবীরের বিয়েতে বাধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
দীপিকা-রণবীরের বিয়েতে বাধা! রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

অতিথিদের আমন্ত্রণ জানানো থেকে শুরু করে মঙ্গলসূত্র কেনার কাজটিও সেরে ফেলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আগামী ১৪ ও ১৫ নভেম্বর এই তারকা জুটির চার হাত এক হবার কথা ইতালির লেক কেমোতে।

কিন্তু এমন সময় বাধ সাধলো প্রকৃতি। ঘন নিম্নচাপ ও প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ইতালি৷ গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাতে দেশটির বেশকিছু স্থান প্লাবিত হয়েছে৷ ঝড়ের আঘাতে প্রাণ গেছে বহু মানুষের।

দেশটির আবহাওয়া দফতরের দেওয়া তথ্য মতে আরও কয়েক সপ্তাহ এমন পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এমনকি দীপিকা-রণবীরের বিয়ে নির্ধারিত দিনেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কথা!

আর এ কারণে অনেকে ‘পদ্মাবত’ জুটির বিয়ের অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করছেন।

এদিকে বিয়ে পূর্বের আনুষ্ঠানিকতা শুরু করেছেন দীপিকা-রণবীর। বেঙ্গালুরুরের নিজ বাড়িতে পূজার মধ্য দিয়ে প্রাক বিবাহ উদযাপন শুরু করেছেন অভিনেত্রী। আর রণবীর করেছেন  হলুদের অনুষ্ঠান। তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে ১ ডিসেম্বর মুম্বাইতে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।