ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে শহীদের ‘চাই তোকে ভীষণ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
আসছে শহীদের ‘চাই তোকে ভীষণ’ সৈয়দ শহীদ

শ্রোতাদের নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী সৈয়দ শহীদ। ‘চাই তোকে ভীষণ’ শিরোনামের গানটি আগামী সপ্তাহে প্রকাশ পাবে বলে জানিয়েছেন তিনি নিজেই।

গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ফাজবীর তাজের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

লেজার ভিশনের ব্যানারে রোমান্টিক গানটির লিরিকাল ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে।

নতুন গানটি নিয়ে শহীদ বলেন, একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করতেই আমি পছন্দ করি। ‘চাই তোকে ভীষণ’ গানটি রোমান্টিক তবে ভিন্নধর্মী। এর কথা-সুর খুব মনে ধরেছে আমার। শ্রোতাদেরও গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।  

সবশেষ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদের কণ্ঠে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ গানটি প্রকাশ পেয়েছিল।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।