ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের জন্যে ইতালিতে পাড়ি জমালেন রণবীর-দীপিকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বিয়ের জন্যে ইতালিতে পাড়ি জমালেন রণবীর-দীপিকা মুম্বাই বিমানবন্দরে রণবীর ও দীপিকা

দীর্ঘ ছয় বছর ভালোবাসার সম্পর্কের পর অবশেষে রণবীর সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। বিয়ের জন্য ইতোমধ্যে ইতালিতে পাড়ি জমিয়েছেন এই জুটি। 

মুম্বাই বিমানবন্দরে তাদের দু’জনকেই একই রংয়ের (সাদা) পোশাকে দেখা গেছে।  

যদিও এই তারকা জুটি অফিসিয়াললি বিয়ের ভেন্যুর কথা ঘোষণা করেননি, তবে ধারণা করা হচ্ছে ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোয় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।


 
গত মাসে দীপিকা এবং রণবীর ঘোষণা করেছিলেন, ১৪ ও ১৫ নভেম্বর তারা সাতপাকে বাঁধা পড়ছেন।

এদিকে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাদের বিয়ের উৎসব শুরু হয়ে গেছে। দীপিকা তার বেঙ্গালুরুর বাসভবনে পূজা করেছেন এবং রণবীর মুম্বাইয়ে তার গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন।  

ইতালিতে রণবীর-দীপিকার বিয়ে সম্পন্ন হওয়ার পর বেঙ্গালুরুতে বিশাল রিসেপশন পার্টি দেবেন দীপবীর জুটি।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।