ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেহেদীর ‘তোর লাগি’তে রিও-সৌমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
মেহেদীর ‘তোর লাগি’তে রিও-সৌমি ফারহান খান রিও, সেমন্তী সৌমি ও এহসান অনন্য

সঙ্গীতশিল্পী সোহেল মেহেদীর নতুন গান ‘তোর লাগি’। সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। অভি আকাশের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হয়েছেন ফারহান খান রিও, সেমন্তী সৌমি এবং এহসান অনন্য।

আছেন সোহেল মেহেদী নিজেও। সোহেল মেহেদীগানটি নিয়ে সোহেল মেহেদী বলেন, আমি শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। তারা আমার সাম্প্রতিক কাজগুলোকে ভালো ভাবে গ্রহণ করেছেন। ‘তোর লাগি’ প্রেমের গান। এর ভিডিওতে বর্তমান সময়ের প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানাপড়েন এবং পরিণতি দেখানো হয়েছে। যা শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

সোহেল মেহেদী মূলত আধুনিক গান করেন। পাশাপাশি নজরুল, সেমি ক্লাসিকাল, লোকসঙ্গীতও  করেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘বুকের ভেতর কষ্ট’ প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

**‘তোর লাগি’ গানের ভিডিওবাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।