ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিএনপির মনোনয়নপত্র নিলেন বেবী নাজনীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
বিএনপির মনোনয়নপত্র নিলেন বেবী নাজনীন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি থেকে মনোনয়নপত্র নিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। নীলফামারী-৪ আসন (সৈয়দপুর-কিশোরগঞ্জ) থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় এ ফরম নিয়েছেন তিনি। 

সোমবার (১২ নভেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেবী নাজনীনের হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।  

এর আগে বেলা ১১টার মিনিটকয়েক আগে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়।

প্রথমেই কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি আসনে (ফেনী-১, বগুড়া-৬ ও ৭) মনোনয়নপত্র কেনা হয়। এরপর মনোনয়নপত্র (ঠাকুরগাঁও-১) সংগ্রহ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

তারপর বিভিন্ন নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা মনোনয়নপত্র কিনতে শুরু করেন দলীয় কার্যালয় থেকে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।