ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ক্লাবে ‘থাগস অব হিন্দুস্থান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
১০০ কোটির ক্লাবে ‘থাগস অব হিন্দুস্থান’ অমিতাভ বচ্চন ও আমির খান

প্রথমদিনেই বক্স অফিসে ৫২ কোটি ২৫ লাখ রুপি আয় করে বলিউডে অতীতের সকল রেকর্ড ভেঙেছে আমির খান অভিনীত সিনেমা ‘থাগস অব হিন্দুস্থান’।

এবার মুক্তির চতুর্থ দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল বিগ বাজেটের সিনেমাটি। মুক্তির পর প্রথম রোববার (১২ নভেম্বর) সিনেমাটি আয় করে ১৬ কোটি ৭৫ লাখ রুপি।

চারদিনে মোট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৫০ লাখ রুপি।

এদিকে শুক্রবার (৯ নভেম্বর) ২৮ কোটি ও শনিবার (১০ নভেম্বর) ২২ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছেন বছরের আলোচিত সিনেমাটি।

যদিও মুক্তি পর সিনেমাটি বিশ্লেষকদের সমালোচনার মুখে পড়েছে। তবুও এখন পর্যন্ত বক্স অফিসে রাজত্ব করছে ‘থাগস অব হিন্দুস্থান’।

বিজয় কৃষ্ণা পরিচালিত সিনেমাটি দীপাবলি উপলক্ষে গত ৮ নভেম্বর মুক্তি পায়। মেগা অ্যাকশন এই সিনেমা প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস।

‘থাগস অব হিন্দুস্থান’র মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেলো বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন ও মি. পারফেক্টশনিস্ট আমির খানকে। এতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।