ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বারী সিদ্দিকী স্মরণে গাইবেন কন্যা ইলমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বারী সিদ্দিকী স্মরণে গাইবেন কন্যা ইলমা বাবা বারী সিদ্দিকীর সঙ্গে ইলমা সিদ্দিকী

জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীর ৬৪তম জন্মদিন আগামী বৃহস্পতিবার (১৫ নভেম্বর)। এই খ্যাতিমান বাঁশির জাদুকরকে স্মরণ করে টেলিভিশন পর্দায় গান করবেন বারী সিদ্দিকীর মেয়ে ইলমা সিদ্দিকী ও ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু।

দু’জনই ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানের বিশেষ এই আয়োজনে বারী সিদ্দিকী’র জনপ্রিয় গানগুলো কণ্ঠে তুলবেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

গানের পাশাপাশি তারা স্মৃতিচারণ করবেন বারী সিদ্দিকীকে নিয়ে, কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও।

নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্টটি সরাসরি প্রচার হবে বুধবার (১৪ নভেম্বর) রাত ১১টা ২৫মিনিটে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।