ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুহানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে: শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
সুহানা পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে: শাহরুখ খান মেয়ে সুহানার সঙ্গে শাহরুখ খান

প্রতিটি বাবার কাছেই তার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। বলিউড সুপারস্টার শাহরুখ খানের কাছেও বিষয়টি তেমনই।

মেয়ে সুহানাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর খেতাবে ভূষিত করেছেন এ অভিনেতা। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তৃতা করার সময় মেয়ের প্রতি তার এ দৃঢ় ভালোবাসার কথা ব্যক্ত করেন তিনি।

শাহরুখ কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জিরো’র প্রচারণা ছাড়াও ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতিময় ঘটনা তুলে ধরেন। তিনি কিভাবে আজকের অবস্থানে এসেছেন, মানুষকে কিভাবে মূল্যায়ন করেন, কেনো মানুষ তাকে ভালোবাসে সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন ‘কিং খান’।

এ সময় তিনি মেয়ে সুহানার প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেন।

সোহানা প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমার মেয়ে কিছুটা দুষ্ট। কিন্তু আমার দৃষ্টিতে সুহানাই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। ’

শাহরুখ আরও বলেন, ‘সুহানা এ বছর ১৮ বছরে পা দিয়েছে এবং এবারই প্রথম সে ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছে। ভবিষ্যতে তার অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে। তবে বর্তমানে সে লন্ডনের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৮।
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।