ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পপি-সুমনের ওয়েব সিরিজের গান প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
পপি-সুমনের ওয়েব সিরিজের গান প্রকাশ পপির সঙ্গে এবিএম সুমন

বড় পর্দার অভিনেত্রী পপি অভিনয় করছেন ওয়েব সিরিজে। অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ সিরিজটিতে এই নায়িকা বিপরীতে রয়েছেন চিত্রনায়ক এবিএম সুমন। দু’জনেরই এটি প্রথম ওয়েব সিরিজ।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির প্রথম লিরিকাল ভিডিও ‘তোকে ছুঁই’। গানটির কথা লেখার পাশাপাশি মিউজিক করেছেন দোলান মৈনাক।

এতে কণ্ঠ দিয়েছেন ভারতের ইমন চক্রবর্তী। ‘ইন্দুবালা’র গান ভিডিও স্ট্রিমিং ফ্লাটফর্ম সিনেস্পটের মধ্যমে শোনা যাচ্ছে।

পপি সুমন ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল, অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।