ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন গানে কণ্ঠে দিলেন হাবিব-ন্যানসি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
নতুন গানে কণ্ঠে দিলেন হাবিব-ন্যানসি হাবিব ও ন্যানসি

সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে আবারও নতুন একটি গানে কণ্ঠ দিলেন নাজমুন মুনিরা ন্যানসি। আসিফ ইকবালের কথায় গানটি সুর-সঙ্গীত করেছেন হাবিব নিজেই।

গানটির দুটি লাইন হচ্ছে- ‘একটু পাগল না হলে কি ভালবাসা যায়/মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায় /ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়/মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়’।

গানটি প্রসঙ্গে ন্যানসি বাংলানিউজকে বলেন, ‘বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৩ টায় হাবিব ভাইয়ের গ্রিন রোডের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছি।

খুব ভালো একটি গান হয়েছে। এটি প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে প্রকাশ পাবে। এর বেশি আমি আপাতত বলতে পারছি না। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।