ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সন্ধ্যায় মঞ্চ মাতাবেন শাফকাত আমানাত আলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
সন্ধ্যায় মঞ্চ মাতাবেন শাফকাত আমানাত আলী শিল্পী শাফকাত আমানাত আলী-ছবি-রাজীন চৌধুরী

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক ফোকফেস্টের শেষদিনে শনিবার (১৭ নভেম্বর) মঞ্চ মাতাবেন পাকিস্তানি জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী শাফকাত আমানাত আলী। তিনি স্বনামধন্য ওস্তাদ আমানাত আলী খানের ছেলে এবং পাটিয়ালা ঘরানার নবম বংশধর। 

১৯৬৫ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। সঙ্গীত রয়েছে তার রক্তে।

চার বছর বয়স থেকেই হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের উপর তামিল নেন তিনি।
 
শাফকাত আমানাত আলী’র গায়কীতে তার বাবা আমানাত আলী খান এবং চাচা ওস্তাদ ফাতেহ আলী খানের দারুণ প্রভাব রয়েছে। সেইসঙ্গে রোশনারা বেগমের গায়কী থেকে তিনি অনুপ্রেরণা নিয়েছেন।
 
ক্লাসিক্যাল সঙ্গীতের পারদর্শী কণ্ঠ শাফকাত আমানাত আলী সুফি এবং পাকিস্তানের লোকজ সঙ্গীতের জন্য বিশ্বসঙ্গীত মহলেও বেশ সমাদৃত।
 
২০০৮ সালে করাচি মিউজিক অ্যাওয়ার্ড’র (টিএমএ) ‘বেস্ট লাইভ অ্যাক্ট’ পুরস্কার পান তিনি। এছাড়া গেল বছরের ১৪ আগস্ট ‘প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স’-এ ভূষিত এই শিল্পী সন্ধ্যার আয়োজনে কেমন পরিবেশনা উপহার দেন তার প্রতীক্ষায় আপাতত আর্মি স্টেডিয়ামের দর্শক-শ্রোতারা।
 
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।