ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভিডিওতে আসছে সালমার ‘প্রাণ ভৌমরা’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ভিডিওতে আসছে সালমার ‘প্রাণ ভৌমরা’ কন্ঠশিল্পী সালমা।

ক্লোজআপ তারকা সালমা এবার ‘প্রাণ ভৌমরা’ গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন।

গানটির কথা লিখেছেন এইচ এম রিপন। সুর-সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মাসুম।

গানটি বৃহস্পতিবার (২২ নভেম্বর) সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাচ্ছে। এরই মধ্যে গানটির ভিডিওর দৃশ্যে কাজ সম্পন্ন হয়েছে।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সিডি চয়েস মিউজিক টিম। এতে মডেল হয়েছেন শাকিলা পারভিন ও রিয়েল।

গানের কথার সঙ্গে সমন্বয় করে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন কন্ঠশিল্পী সালমা। এছাড়া সালমা সম্প্রতি আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। এরমধ্যে ‘পিরিতের বাজার’ গানটি নিয়ে সালমা বেশ আশাবাদ ব্যক্ত করেছেন। অচিরেই গানটি বড় বাজেটের ভিডিওতে প্রকাশের কথা জানিয়েছেন তিনি।

এদিকে আসছে বিজয় দিবস উপলক্ষে একটি দেশের গান প্রকাশ করছেন সালমা। বিজয় দিবস উপলক্ষে ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো তারিখে প্রকাশ পাবে বলে কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।