ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলেকে নিয়ে দ্বিতীয় সিনেমা শুরু করছেন মাসুম আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ছেলেকে নিয়ে দ্বিতীয় সিনেমা শুরু করছেন মাসুম আজিজ ছেলে উৎসের সঙ্গে মাসুম আজিজ

নন্দিত অভিনেতা মাসুম আজিজ পরিচালিত প্রথম সিনেমা ‘সনাতন গল্প’ নানা জটিলতার কারণে দীর্ঘদিন আটকে ছিলো। অবশেষে সব বাধা কাটিয়ে গত ১৯ অক্টোবর সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এবার দ্বিতীয় সিনেমা পরিচালনার কাজে হাত দিয়েছেন টিভি পর্দার জনপ্রিয় এই মুখ। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ‘দিলপাশার ব্রিজ অপারেশন’ নামের সিনেমাটিতে অভিনয় করবেন তার ছেলে উৎস জামান।

এ প্রসঙ্গে বুধবার (২১ নভেম্বর) মাসুম আজিজ বাংলানিউজকে বলেন, নতুন সিনেমার প্রস্তুতির কাজ একেবারে শেষের দিকে। আগামী বছর জানুয়ারির শেষ সপ্তাহে ‘দিলপাশার ব্রিজ অপারেশন’র শুটিং শুরু করব।  

‘সিনেমাটির গল্প মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে আমার ছেলে উৎস অভিনয় করবে। আমার প্রথম সিনেমা ‘সনাতন গল্প’তেও উৎস অভিনয় করেছিল’, যোগ করেন তিনি।

উৎস ছাড়াও ‘দিলপাশার ব্রিজ অপারেশন’ সিনেমায় আরও অভিনয় করবেন নাদের চৌধুরী, শ্যামল, আল-আমীন ও জয়রাজসহ অনেকে। মাসুম আজিজ নিজের গল্পে-চিত্রনাট্য-সংলাপে সিনেমাটি নির্মাণ করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।