ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধর্ষণের অভিযোগে অলোক নাথের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ধর্ষণের অভিযোগে অলোক নাথের বিরুদ্ধে মামলা অলোক নাথ

কিছুদিন আগেই বলিউড অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ‘#মিটু’ আন্দোলনের মাধ্যমে ধর্ষণের অভিযোগ আনেন ছোট পর্দার পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার বিনতা নন্দা। এবার সে অভিযোগের ভিত্তিতে প্রবীণ এই অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

ভারতের মুম্বাই পুলিশ বুধবার (২১ নভেম্বর) ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় এই মামলা গ্রহণ করেন।

১৯ বছর আগে একটি টিভি শোর কাজ করার সময় অলোক বিনতাকে ধর্ষণ করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

গত ১৭ অক্টোবর পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা।

এদিকে গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘#মিটু’ ক্যাম্পেইনে অলোক নাথের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগ তোলা হয়।

তখন ওই নারী জানান, ঘরোয়া একটি পার্টি চলাকালীন সময় পানির সঙ্গে কিছু একটা মিশিয়ে তাকে খাওয়ান অলোক। এরপর তিনি বাড়ি ফেরার সময় অসুস্থতা বোধ করলে অলোক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। সে সুযোগ নিয়ে অলোক অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেছেন নন্দা।

এদিকে এই অভিযোগের পর আলোকের স্ত্রী আশু সিং স্বামীর হয়ে মানহানির মামলা দায়ের করেছিলেন। কিন্তু  হাইকোর্ট মামলাটি খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।