ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পরিবর্তনে’র জন্য গাইলেন বিউটি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
পরিবর্তনে’র জন্য গাইলেন বিউটি ক্লোজআপ ওয়ান তারকা বিউটি। ফাইল ফটো

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে’র জন্য ‘আত্মাসঙ্গী’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন লালনকন্যা খ্যাত ক্লোজআপ তারকা বিউটি। 

‘তুমি আমার আত্মাসঙ্গী/তুমি-ই- আমার সব/ভাবি তোমায় রাতদিন যে/বুকের ভিতর হৃৎপিঞ্জে/শুধু তোমার উৎসব’- এমন কথার গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ।  

সুর করেছেন প্লাবন কোরেশী।

সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

গানটি প্রসঙ্গে বাংলানিউজকে বিউটি বলেন, এই গানের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আনজাম মাসুদ ভাইয়ের প্রতি। তিনি পরিবর্তনে’র জন্য দারুণ একটি গান আমাকে দিয়ে করিয়েছেন। গানটি আমার খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

এদিকে শুক্রবার (২৩ নভেম্বর) গানটির শুটিংয়ে অংশ নেবেন বিউটি। যা বিটিভিতে প্রচারের কথা রয়েছে ১৬ ডিসেম্বর।  

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ওএফবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।