ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর স্মরণে ওমরাহ করবেন টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
আইয়ুব বাচ্চুর স্মরণে ওমরাহ করবেন টুটুল এস আই টুটুল

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর সঙ্গে। যাকে তিনি গুরু মনে করতেন। গুরুর স্মরণে ওমরাহ পালন করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন টুটুল।

টুটুল ফেসবুক স্ট্যাটাসে বলেন- “আল্লাহ্ পাকের ঘরের উদ্দেশে আর আমার নবীজি (সা:) এর রওজা পাকের উদ্দেশে রওনা হলাম নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্ট থেকে।

তোমাদের কারো মনে যদি জেনে বা না জেনে কোনোদিন কখনো কষ্ট দিয়ে থাকি তবে মহান আল্লাহ পাকের ওয়াস্তে আমাকে মন থেকে ক্ষমা করে দিও সবাই।

আমি সবার জন্যে দোয়া করবো, করুণাময় যেনো সবার মনের কষ্ট দূর করে দেন।  

আমার গুরুজি মরহুম আইয়ুব বাচ্চু ভাইয়ের নামে ওমরাহ করবো, ইনশাল্লাহ্। দোয়া করো আমার ইবাদত যেন মহান সৃষ্টিকর্তা কবুল করেন, আমি যেন সৎ ও সুস্থ-সুন্দর পথের সন্ধান পেয়ে যাই। আমি কাবা শরিফ ধরে বলবো, যারা হজ করতে চান তাদের যেন আল্লাহ্ পাক হজ করার তৌফিক দান করেন।

বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও আমি অনেক বড় গুনাহগার পরম করুণাময় আমাকে যেন ক্ষমা করে দেন।

দয়াময় সবাইকে যেন ক্ষমা করেন এবং ভালো রাখেন…”

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ওএফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।