ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের মনোনয়ন পেলেন মমতাজ

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
ফের মনোনয়ন পেলেন মমতাজ মনোনয়নপত্র হাতে পাওয়ার পর মমতাজ বেগম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর) আসনে ফের  আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন লোকসম্রাজ্ঞী’খ্যাত মাটি ও মানুষের শিল্পী মমতাজ বেগম।

মনোনয়ন পাওয়া প্রসঙ্গে রোববার (২৫ নভেম্বর) মমতাজ বাংলানিউজকে বলেন, মানুষের ভালোবাসা আর জননেত্রী শেখ হাসিনার নেক নজর সবসময় আমার উপর ছিলো। আমাকে মনোনয়ন দেয়ায় এলাকাবাসী খুব খুশি।

‘আগামীতে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগোতে চাই। আগেও বলেছি, এখনো বলছি নির্বাচনে জয়ী হলে আমার এলাকাকে শহরে গ্রামে পরিণত করবো, ইনশাআল্লাহ্‌’, যোগ করেন এ শিল্পী।

এর আগে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন মমতাজ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৮।
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।