ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের আগে ফ্ল্যাট কিনলেন অর্জুন-মালাইকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
বিয়ের আগে ফ্ল্যাট কিনলেন অর্জুন-মালাইকা! অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

সম্প্রতি মুম্বাইয়ের বেশকিছু জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা আরোরাকে। তারা দু’জন বন্ধুদের সঙ্গে ডিনার পার্টিতেও অংশ নিয়েছেন।

গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই গাঁটছড়া বাঁধবেন তারা। যদিও এ বিষয় অর্জুন-মালাইকা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

এইদিকে শোনা যাচ্ছে একসঙ্গে বসবাসের জন্য অর্জুন ও মালাইকা ফ্ল্যাট কিনেছেন। আর এতে অর্থ দিয়েছেন তারা দু’জন মিলেই।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অর্জুন-মালাইকা মুম্বাইয়ের লোখানডওয়ালা কমপ্লেক্সের পাশে প্লাশ সোসাইটিতে একটি ফ্ল্যাট কিনেছেন। এটি তাদের দু’জনের যৌথ অর্থায়নে কেনা। তারা এখানে থাকবেন কিনা সেটা সম্পূর্ণরূপে তাদের পরিকল্পনার উপর নির্ভর করছে। তবে তারা নিজেদের জন্য একটি স্থান পেয়েছেন। বর্তমানে ফ্ল্যাটটির অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ চলছে এবং মালাইকা ও অর্জুন উভয়ই বিস্তারিত খবর রাখছেন।

এদিকে কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুনকে জিজ্ঞেস করা হয় তিনি সিঙ্গেল কিনা? উত্তরে এই অভিনেতা বলেন, ‘‘না, আমি সিঙ্গেল না। ’’

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।