ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রী-পুত্রের সঙ্গে কমিক চরিত্রে সেজেছেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
স্ত্রী-পুত্রের সঙ্গে কমিক চরিত্রে সেজেছেন আমির (বায়ে থেকে) আমির খান, আজাদ ও কিরণ রাও

বলিউড বক্স অফিসে খুঁড়িয়ে খুঁড়িতে এগোচ্ছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’। সাধারণত আমির খান অভিনীত সিনেমা রেকর্ড পরিমাণ ব্যবসা করে থাকে। কিন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাটির ক্ষেত্রে ঘটলো ভিন্ন।

এদিকে সিনেমাটির মন্দা ব্যবসার আমেজ ছুঁতে পারেনি আমির খানকে। দিব্যি পরিবারের সঙ্গে আনন্দে মেতে আছেন মিস্টার পারফেকশনিস্ট।

স্ত্রী ও পুত্রকে নিয়ে পার্টি মুডে সময়ে কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি আমির ও কিরণ মিলে ছেলে আজাদের জন্য থিম পার্টির আয়োজন করেছিলেন। সেখানে অ্যাসটেরিক্স কমিকসের বিভিন্ন চরিত্রে সেজেছেন তিন জনই। আমির খান ‘ওবেলিক্স’,  কিরণ রাও ‘গেটাফিক্স’ ও ‘অ্যাসটেরিক্স’র পোশাকে সেজেছেন আজাদ।

ছবিতে শুধু খান পরিবার নয়, সঙ্গে রয়েছে তাদের পোষা কুকুরটিও। তারা ওবেলিক্সেরই পোষ্যের নামে এর নাম দিয়েছেন 'ডগম্যাটিক্স'। পার্টির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আমির।

অ্যাস্টেরিক্সের ফ্রেঞ্চ-বেলজিয়ান কমিক প্রথম ১৯৫৯ সালে প্রকাশ পায়। এর চরিত্রগুলো বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়। বিভিন্ন পত্রিকার পাশাপাশি এটি বই আকারেও বেরে হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।