ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মোহন বাগানের অধিনায়ক হচ্ছেন জন আব্রাহাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
মোহন বাগানের অধিনায়ক হচ্ছেন জন আব্রাহাম! জন আব্রাহাম

ভারতের কলকাতার বিখ্যাত ফুটবল দল মোহন বাগান এথলেটিক ক্লাব। এই ক্লাবের অধিনায়ক হয়ে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।

১৯১১ সালে অনুষ্ঠিত আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে। ম্যাচটিতে তখন মোহন বাগানের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরি।

আর তার চরিত্রেই পর্দায় দেখা যাবে জনকে।

জন আব্রাহাম ফুটবল প্রেমী। তাই এই সিনেমাটি তার কাছে স্বপ্নের একটি প্রজেক্ট। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটি প্রযোজনাও করছেন জন।

সিনেমাটি প্রসঙ্গে জন আব্রাহাম বলেন, এই সিনেমার গল্প প্রয়াত ফুটবলার শিবদাস ভাদুরিকে নিয়ে। তিনি ১৯১১ সালে অনুষ্ঠিত আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচে মোহন বাগানের অধিনায়ক হয়ে প্রথম এশিয়ান দল হিসেবে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিপক্ষে জয় এনে দেন।

এদিকে জন আব্রাহাম ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) গুয়াহাটির দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অন্যতম কর্ণধার। এর আগে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ফুটবল নিয়ে নির্মিত সিনেমা ‘ধান ধানা ধান গোল’-এ জন অভিনয় করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।