ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মধুচন্দ্রিমায় কবে যাচ্ছেন দীপিকা-রণবীর?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মধুচন্দ্রিমায় কবে যাচ্ছেন দীপিকা-রণবীর? দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

ভারতের মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে অনুষ্ঠিত হলো বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের বিবাহোত্তর সংবর্ধনার দ্বিতীয় আয়োজন। বুধবার (২৮ নভেম্বর) রাতে আয়োজিত এই অনুষ্ঠানে জমকালো সাদা পোশাকে হাজির হয়ে নব দম্পতি সবাইকে মুগ্ধ করেছেন।

বলিউড ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে আগামী ১ ডিসেম্বরের তারা আরেকটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন। যেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে জনপ্রিয় সব তারকাদের।

বিয়ে-সংবর্ধনা দু’ই হলো কিন্তু ‘পদ্মাবত’ জুটি কবে যাচ্ছেন মধুচন্দ্রিমায়? ভক্তদের মনে এই প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে। তবে এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না এই তারকা জুটি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংকারণ বর্তমানে বিয়ের আয়োজনের ফাঁকে রণবীর সিং তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সিম্বা’তে সময় দিচ্ছেন। মধুচন্দ্রিমার চেয়ে সিনেমাটিকেই এখন বেশী প্রাধান্য দিচ্ছেন ‘গুণ্ডে’খ্যাত এই অভিনেতা।

আগামী ২৮ ডিসেম্বর ‘সিম্বা’ মুক্তি পেতে যাচ্ছে। জানা গেছে, সিনেমাটির মুক্তির পরেই নাকি দীপিকা-রণবীর মধুচন্দ্রিমার জন্য উড়াল দেবেন ভিনদেশে।

এদিকে কিছুদিনের মধ্যে সহশিল্পী সারা আলী খানের সঙ্গে ‘সিম্বা’র টাইটেল ট্র্যাকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে রণবীরের। এছাড়া কয়েকদিন আগে সনু সুদের সঙ্গে সিনেমাটির ডাবিংয়েও অংশ নিয়েছেন তিনি। বিয়ের ব্যস্ততার কারণে ‘সিম্বা’র মুক্তিতে যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয় বেশ সতর্ক রণবীর।

‘সিম্বা’ ছাড়াও রণবীরের হাতে বর্তমানে রয়েছে ‘গুল্লি বয়’ ও ‘৮৩’ সিনেমা। দীপিকা শুরু করবেন মেঘনা গুলজার পরিচালিত পরবর্তী সিনেমা।
 
গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানে কনকানি ও সিন্ধি রীতিতে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান সেরে তারা গত ১৮ নভেম্বর মুম্বাই ফেরেন।

ভারতের বেঙ্গালুরুতে ২১ নভেম্বর অনুষ্ঠিত হয় তাদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে আমন্ত্রণ পেয়েছিলেন দীপিকা-রণবীরের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।